আজ ৫ই জুন,বিশ্ব পরিবেশ দিবস।এইদিনে আমি আমার পরিবেশভাবনা ,সকলের সাথে ভাগ করে নিচ্ছি ।
“আমার পরিবেশ”
আমরা শিখেছি শুধু নিতে,
যথেচ্ছ জল,তেল,খনিজ,
অপ্রয়োজনেও হাত দিই তাতে,
ফলে,বাড়ছে তাপ,বৃষ্টি খারিজ।
শিখিনি চাহিদাকে লাগাম পরাতে,
কাটছি বন,গড়ছি সড়ক।
কমছে স্বর্গ,বাড়ছে নরক,
কলুষিত পরিবেশ আজ ‘ধরা’তে।
‘পরিবেশ’ বাঁচাতে তাই,
জলাধার গড়া,বনরাজি রক্ষা চাই।
ধূম্রজাল থেকে বাঁচতে ভাই,
সৌরবিদ্যুৎ-কেই আজ বিকল্প পাই।